BRAKING NEWS

৫ মে থেকে টিসিএ আয়োজিত সন্তোষ স্মৃতি এ ডিভিশন লীগ ক্রিকেট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবার সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লিগ ক্রিকেটের আসর। শুরু হচ্ছে ৫ মে থেকে। অন্যান্য বারের মতো এবারও সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটে আটটি দল অংশ নিচ্ছে। ক্লাব দলগুলো হলো বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি, চলমান সংঘ, কসমোপলিটন, হার্ভে, মৌচাক, ওল্ড প্লে সেন্টার বা ওপিসি, পোলস্টার এবং ইউনাইটেড বি এস টি। খেলা হবে তিনটি মাঠে। এমবিবি স্টেডিয়াম, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ড এবং টি আই টি গ্রাউন্ডে। ৫ মে থেকে টুর্নামেন্ট শুরু করে একদিন অন্তর অন্তর তিন মাঠে তিনটি করে ম্যাচ রাখা হয়েছে। তবে শেষ দুদিন পরপর দুটি করে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে লীগে। খেলা হবে মোট ২৮ টি।‌ প্রতিদিন সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরুর সময় ধার্য রয়েছে। ‌ উদ্যোক্তা টিসিএ এর পক্ষ থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষনা করা হয়েছে। ক্রীড়া সূচি অনুযায়ী ৫ মে এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে পোলস্টার ও ওপিসি পরস্পরের মুখোমুখি হবে। টিআইটি গ্রাউন্ডে মৌচাক খেলবে হার্ভে-এর বিরুদ্ধে। পরদিন বিরতি কাটিয়ে ৭ মে, পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কসমোপলিটন ও মৌচাক পরস্পরের বিরুদ্ধে খেলবে। এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে পোলস্টারের বিরুদ্ধে।‌ টিআইটি গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড বিএসটি পরস্পরের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *