BRAKING NEWS

লোকসভা ভোটের ৪ দফায় ৬৬.৯৫ শতাংশ ভোটদান, জানিয়ে দিল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): লোকসভা নির্বাচনের প্রথম ৪ দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী সোমবারই পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানালো, ৪ দফায় ভোটারদের উপস্থিতি ৬৬.৯৫ শতাংশ। যা ইতিবাচক বলেই অভিমত রাজনৈতিক মহলের।

একইসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এ পর্যন্ত প্রায় ৪৫১ মিলিয়ন জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আসন্ন ৩ দফায় ভোটারদের উৎসাহিত করার জন্য বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *