শুক্রবার থেকে বঙ্গে গরম বাড়বে, তাপমাত্রা পৌঁছবে ৩৫ ডিগ্রিতে

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যে আরও বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা । বর্তমানে দিনের তাপমাত্রা গড়ে ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তা আগামী মাসের ৩ তারিখ থেকে পৌঁছে যাবে ৩৫ ডিগ্রির ঘরে । মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস ।

এদিন তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রিজেনের কোন সিস্টেম নেই। কোস্টাল এরিয়াতে মশ্চার রয়েছে অনেকটাই। গত চারদিন ধরে তাপমাত্রা আমাদের রাজ্যে ৩১ থেকে ৩২ ডিগ্রি কাছাকাছি চলছে। আর এই পরিস্থিতি আগামীকাল বুধবার ও থাকবে । সকালের দিকে হালকা কুয়াশা থাকবে । কিন্তু দিনের বেলা পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে। মার্চ মাসের ৩ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এখন ৩২ ডিগ্রি কাছাকাছি চলছে। কিন্তু ৩ তারিখের পর সেটা ৩৫ ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন দক্ষিনবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং হালকা মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। গণেশবাবু জানান, গত জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে সেভাবে কোথাও বৃষ্টি হয়নি। কিছু ঝড়-ঝঞ্ঝাট অর্থাৎ ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও বঙ্গে তা কোন আঘাত আনতে পারেনি।