নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ড্রপ গেট এলাকায় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি উদ্যোগে মঙ্গলবার কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে ভারত গড়ার শপথে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়৷ সমাজ ব্যবস্থাকে কুসংস্কারের হাত থেকে রক্ষা করে বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচি পালন করেছে ব্রেক থ্রো সাইন্স সোসাইটি৷ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে আগরতলা ড্রপ গেট এলাকায় সোসাইটির উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে সোসাইটির কর্মকর্তারা জানান কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে সুস্থ সবল ভারত গড়ার লক্ষ্যেই বিজ্ঞান দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ জনগণকে কুসংস্কার মুক্ত করে বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যেই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়৷
2023-02-28

