মেঘালয়ে বেলা একটা পর্যন্ত ভোটের হার ৪৪.৭৩ শতাংশ

শিলং, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৭৩ শতাংশ। এর আগে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.২৬ এবং সকাল নয়টা পর্যন্ত ১০.৫৫ শতাংশ।

প্রসঙ্গত, মেঘালয়ের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৬টি নির্বাচনী এলাকা খাসি, জয়ন্তিয়া পাহাড় এবং ২৪টি গারোপাহাড় জেলায়। আজ ভোট পর্ব চলছে ৫৯ আসনে। কেননা গত ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ্যের প্রাক্তন গৃহমন্ত্রী তথা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যতে সোহিয়ং বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মেঘালয় রাজ্য নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী ২১ লক্ষ ৬৪ হাজার ৯৭৩ জন আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে ১০.৯৯ লক্ষ মহিলা এবং ১০.৬৮ লক্ষ পুরুষ। এঁদের মধ্যে সার্ভিস ভোটার ৩,৮৪৪ জন। নতুন ভোটার ২৮ হাজার ১১৭ জন। মেঘালয়ে দিব্যঙ্গ ভোটারের সংখ্যা ৭,৪৭৮। এছাড়া মেঘালয়ে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে ৮০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২২ হাজার ৬৬৩ জন ভোটার।

নির্বাচন কমিশনের তথ্যে আরও জানা গেছে, মেঘালয়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩,০৮৩টি ভোট কেন্দ্র ছিল। এবার ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে হয়েছে ৩,৪৮২টি ভোট কেন্দ্র। এছাড়া, রাজ্যে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টি আসন জনজাতি সংরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *