পাথারকা‌ন্দি‌তে পথ দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীকে রক্তদান ও তার অভিভাবক‌দের খোঁজ নিলেন শিক্ষ‌কদের

পাথারকা‌ন্দি (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : পথ দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন স্কুলছাত্রীকে রক্তদানের পাশাপাশি তার অভিভাবক‌দের খোঁজ নি‌য়েছেন সং‌শ্লিষ্ট স্কু‌লের শিক্ষ‌কেরা।

আজ শনিবার শিলচ‌রের বেসরকা‌রি এক হাসপাতালে গিয়ে এক ছাত্রীর জন্য রক্তদানের পাশাপাশি আহত‌দের খোঁজখবর নি‌য়েছেন পাথারকা‌ন্দির বৈঠাখাল আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিপ্লব কর্মকার ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাজারিছড়া থানাধীন বৈঠাখালবস্তিতে একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়ানো লরির পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে অটোর পাঁচ যাত্রীর মধ্যে তিনজন বৈঠাখাল আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে ভর্তি করেন সবাইকে। সেখান থেকে তিন ছাত্রীর মধ্যে পায়েল দাসকে ওইদিনই ছেড়ে দিন চিকিৎসক। বর্তমানে তার বাড়িতে চিকিৎসা চলছে। তবে গুরুতর আহত সাকিরা বেগমকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য শিলচরের এক বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়।

জানা গে‌ছে, ওর মুখের চুয়াল ভেঙে গেছে। আজ তার স্কুলের দুই শিক্ষক শিলচরে গিয়ে সাকিরার শারীরিক অবস্থার খবর নেওয়ার পাশাপাশি ওর জন্য রক্তদান করেন। সেই সঙ্গে শিলচরে অপর হাসপাতালে চিকিৎসাধীন আহত অভিভাবক অজয় দাসের শা‌রীরিক অবস্থার খোঁজ নেন শিক্ষকরা।

এক টেলিফোনিক বার্তায় শিক্ষকরা জানান, তাঁরা রবিবার মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী সুনীতা দুষাদ এবং পায়েলকে দেখ‌তে তাঁ‌দের বাড়িতে যা‌বেন। পাশাপা‌শি তাঁরা স্কুল ছাত্রী সহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিভাবকদের দ্রুত আরোগ্য কামনা ক‌রে‌ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *