নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বিমানে উঠতে বাধা দেওয়া হল কংগ্রেস নেতা পবন খেরাকে। এমনই অভিযোগ কংগ্রেসের। দিল্লি থেকে বিমানে ছত্তিশগড় যাওয়ার কথা ছিল এই কংগ্রেস নেতার, কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, কংগ্রেস নেতা পবন খেরাকে থামানোর জন্য অসম পুলিশের কাছ থেকে পাওয়া অনুরোধের পরই দিল্লি বিমানবন্দরে একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে তাঁকে।
এরপর বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালাও। কংগ্রেস টুইট করে জানিয়েছে, প্রথমে ইডি-কে পাঠানো হয় ছত্তিশগড়ে। এখন কংগ্রেস অধিবেশনে যোগ দিতে যাওয়া পবন খেরাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। এই স্বৈরাচার কিছুতেই বরদাস্ত করা হবে না। আমরা লড়াই করে জিতব।