নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর-জেনারেল সি রাজাগোপালাচারীর প্রপৌত্র সি আর কেশবন। বৃহস্পতিবার কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কেও দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। পাঠিয়েছেন ইস্তফাপত্রও। এদিন হাত ছাড়ার পরই কংগ্রেস শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন সি আর কেশবন।
কেশবনের কথায়, “একজন প্রবীণ কংগ্রেস নেতা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দাবি করেছেন, এটা সত্যি হতাশাজনক। আমি বুঝতে পেরেছিলাম আমার রাজনীতি করার পদ্ধতি দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই আমি ‘ভারত জোড়া যাত্রা’-তেও যোগ দেইনি। কেশবন আরও বলেছেন, আমি গত ২২ বছর ধরে কংগ্রেস দলের সদস্য ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের সঙ্গে সঙ্গে আমি মনে করছি কংগ্রেসের মনোভাব এবং পদ্ধতি গঠনমূলক অথবা সুনির্দিষ্ট ছিল না।