কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জেল হেফাজতে গেলেন তাঁর স্ত্রী ও ছেলেও। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে খারিজ হল তাঁদের জামিনের আর্জি। মানিকবাবুর স্ত্রী-ছেলের ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
মানিক-পুত্রের জামিনের আর্জি মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির। নিয়োগ দুর্নীতিতে শেক্সপিয়রের হ্যামলেটের উপমা টেনে এই অভিযোগ আনে ইডি। অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে, নিয়োগ দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য’, মানিকের দুর্নীতিতে তাঁর স্ত্রীরও সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন’।
লন্ডনে বাড়ি থাকার বিষয়টি নিয়েও এদিন প্রশ্ন তুলেন ইডির আইনজীবী। তিনি বলেন, ‘লোকে বলছে লন্ডনে তাঁদের বাড়ি আছে, সম্পত্তি-জনিত কারণেই ২ বার ইংল্যান্ডে যান মানিক-পুত্র সৌভিক, ২০১৭-র ৯ জুলাই বসবাসের জন্য রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক’, যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক-পুত্র, আদালতে দাবি ইডির আইনজীবীর।
এই সময়েই বিচারক পাল্টা প্রশ্ন করেন, ‘তাতে কি এটা প্রমাণিত হয়, তাঁদের ইংল্যান্ডে বাড়ি আছে?’ তখন আবার ইডির আইনজীবী বলেছেন, ‘নিশ্চয় বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন।’লন্ডনে মানিকের সম্পত্তি আছে কি না, জানতে বিদেশমন্ত্রককে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দফতরেও, ইডি সূত্রে খবর।
ইডির দাবি, “নিয়োগ দুর্নীতিতে কাজ করেছে মানিক-শতরূপা-সৌভিক এই ত্রিভুজ,’ মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে। এত অভিযোগ থাকলে গ্রেফতার করেননি কেন? ইডির আইনজীবীকে প্রশ্ন বিচারকের।