মেক্সিকো সিটি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মেক্সিকোতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর পিউবলাতে। ওই পরিযায়ী শ্রমিকেরা কলম্বিয়া, ভেনেজুয়েলা ও মধ্য আমেরিকা থেকে মেক্সিকো যাচ্ছিল। একটি বাসে মোট ৪৫ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।
আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি রয়েছে হাসপাতালে। হাল্কা চোট পেয়েছেন আরও আট শ্রমিক। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পিউবলা প্রদেশের এক পুলিস কর্তা জানিয়েছেন, ওই পরিযায়ী শ্রমিকের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময়ই পাল্টি খেয়ে যায়। যার ফলে ঘটেছে দুর্ঘটনাটি।

