ক্যানিং, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতিবেশী এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। ১১ বছরের ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। মায়ের কাছে এসে সে জানায় প্রতিবেশী, সম্পর্কে মামা ও ওই যুবক তাকে জোর করে একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। এই ঘটনায় সোমবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদলাতে পাঠানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার বেলা এগারোটা নাগাদ ওই নাবালিকা নিজের ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় পেশায় টোটো চালক ওই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিজের টোটোয় তোলে। এরপর রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় টোটো দাঁড় করিয়ে তাকে খাবার কিনে দেওয়ার নাম করে একটি ফাঁকা দোকানের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। ভয়ে বাড়ি ফিরে কিছুই বলতে চায়নি ওই নাবালিকা। পরে সন্ধ্যা নাগাদ সে অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে সব জানায়। এরপরই ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে মেডিক্যাল পরীক্ষা করানোর পর গ্রেফতার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।