নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ শিক্ষাক্ষেত্রে নাটকের কার্যকারিতা এবং পাঠদানের ক্ষেত্রে নাটকের ভূমিকা, এই বিষয় গুলিকে মাথায় রেখেই ন্যাশনাল সুকল অফ ড্রামার ত্রিপুরা উইং-এ চালু রয়েছে থিয়েটার ইন এডুকেশন কোর্স৷ প্রাতিষ্ঠানিক ভাবে এক বছরের এই কোর্সে নাটক বিষয়ের পাশাপাশি পাঠদানে তার কার্যকরিতা নিয়ে সম্যক ধারনা দেওয়া হয়৷ যাতে করে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে পাঠদান নাটক সহায়ক ভূমিকা নিতে পারে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে৷ এই কোর্সের জন্য সমগ্র দেশ থেকে ২০ জনকে বাছাই করে এক বছরের জন্য প্রশিক্ষন দেওয়া হয়৷ সোমবার নজরুল কলাক্ষেত্র স্থিত ন্যাশনাল সুকল অফ ড্রামার এই কোর্সের দশম ব্যাচের দীক্ষারম্ভ পর্বের সূচনা হয়৷
2023-02-20