আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে পুলিশের কঠোর নজরদারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ নির্বাচন পরবর্তী যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ প্রতিদিন চলছে পেট্রোলিং৷ রবিবার রাতেই পশ্চিম থানার অন্তর্গত এলাকা গুলিতে চলে পুলিশ পেট্রোলিং৷ রবিবার সদর এস ডি পি ও অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ , টি এস আর এবং সি আর পি এফ জওয়ানেরা রুট মার্চ করেন৷ সদর এস ডি পি ও- জানান শহরের পরিস্থিতি  স্বাভাবিক রয়েছে৷ তাই এই পরিস্থিতিকে আগামী দিনেও স্বাভাবিক রাখতে পুলিশ পেট্রোলিং চলছে৷ সামনেই ভোট গননা৷ তাই নিয়মিত ভাবে এই মার্চ করা হয়৷ তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান অযথা ঘোরাঘুরি না করার জন্য৷ কোন ভয়ের পরিস্থিতি নেই৷ সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে৷ অন্যান্য ফোর্স চলে গেলেও পশ্চিম ও পূর্ব থানার জন্য দুই কোম্পানী করে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *