নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার ত্রাণ ও উদ্ধার কাজে তুরস্কে যাওয়া ভারতীয় ত্রাণ দলের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানব স্বার্থকে সর্বাগ্রে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারত তার নিঃস্বার্থপরতার পরিচয়কে শক্তিশালী করছে। আমরা বিশ্বকে একটি পরিবার হিসাবে বিবেচনা করি এবং পরিবারের সদস্য হিসাবে সংকটের সময়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে অনুসন্ধান, ত্রাণ ও উদ্ধার কাজের জন্য তুরস্কে পৌঁছেছেন এমন এনডিআরএফ এবং অন্যান্য সংস্থার কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এনডিআরএফ-এর মহাপরিচালক অতুল কারওয়ালও।
প্রধানমন্ত্রী বলেন, এনডিআরএফ-এর বিশ্বাসযোগ্যতা ক্রমাগত বাড়ছে এবং তাদের প্রতি মানুষের বিশ্বাস বেড়েছে। যে কোনো দুর্যোগ বা সংকটের সময় মানুষ তাদের কথা অনুযায়ী কাজ করে।
সঙ্কটের সময় দ্রুত প্রতিক্রিয়াকে একটি অর্জন হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভারতের প্রতি সদিচ্ছা তৈরি করেছে। তেরঙা দেখে মানুষের মনে একটা আশা জাগে। আমরা ইউক্রেন এবং আফগানিস্তানের সঙ্কটের সময় এবং করোনার সময় তেরঙ্গার একই ভূমিকা দেখেছি। ভারত নিজের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী ভারতীয় ত্রাণকর্মীদের দলে মহিলাদের উপস্থিতিরও প্রশংসা করেছেন। তিনি বলেন, এর ফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহিলারা তাদের কষ্টের কথা প্রকাশ করতে পেরেছেন।