কল্যাণপুরে নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন দলের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ সোমবার কল্যানপুর থানা এলাকার  দ্বারিকাপুরে শহীদ দিলীপ শুক্ল দাসের বাড়িতে যান সিপিআইএম নেতৃত্ব৷ তারা পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেন৷  কল্যানপুরের দ্বারিকাপুরে পঞ্চায়েত প্রধান কৃষ্ণকমল দাসের নেতৃত্বে বিজেপি দুর্বৃত্তরা হামলা  চালিয়ে নৃশংসভাবে হত্যা করে সিপিআইএম কর্মী দিলীপ শুক্ল দাসকে৷ সোমবার সিপিআইএমের নেতৃবৃন্দ নিহত দিলীপ শুক্র দেশের বাড়িতে যান এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ রবিবার জিবিতে  চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়  দিলীপ দাসের৷ তারপর উনার মরদেহ  নিজ বাড়িতে পৌছায় রবিবার রাত্রিতে৷ রবিবারই তার মৃতদেহ সৎকার করা হয়৷ সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনিন্দ্র দাস,বাম নেতা সুভাষ, নাথ শংকর দাস৷ সোমবার সকালে  শহীদের বাড়িতে ছুটে যান  সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা,  বাগানবাজার অঞ্চল সম্পাদক শংকর দাস৷ শহীদের পরিবার নেতৃত্বদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷  নেতৃত্বরা শহীদের পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *