দুর্ঘটনায় আহত হয়েছে মহিলা কনস্টেবল

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : স্কুটি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে বিশালগড় মহিলা থানার মহিলা কনস্টেবল। ঘটনাটি শনিবার দুপুরে বিশালগড় ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড়ের দমকলবাহিনী। দমকলবাহিনীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

জনৈক প্রত্যক্ষদর্শী বলেন,বিশালগড় মহিলা থানার কনস্টেবল সুতপা সরকার থানার কর্তব্য সেরে টি আর ০১একে৫৮৪০ নম্বরের স্কুটি করে বাড়ি ফিরছিল। তখন বিশালগড় দু নম্বর গেইট সংলগ্ন এলাকায় গাড়ির সাথে দুর্ঘটনায় সংঘটিত হয়।তাতে মহিলা কস্টেবল মাটিতে ছিটকে পড়ে।ওই ঘটনায় গুরতর আহত হয়েছে তিনি ।স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে।সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় দমকলবাহিনীকে।ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।ওই হাসপাতালের কত্যবরত চিকিৎসক সুতপা সরকারের অবস্থা আশঙ্কা জনক দেখে জি বি হাসপাতালে পাঠিয়েছেন।