সাব্রুমে আজ থেকে আন্তঃ স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। সাব্রুমে আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ব্রজেন্দ্র নগর স্কুল খেলবে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে এবং সাব্রুম স্কুল মাঠে খেলবে সাব্রুম স্কুল এবং মনু স্কুল। আগামীকাল থেকে শুরু হচ্ছে আসর। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। এবছর আসরে অংশ নিয়েছে ৬টি স্কুল দল:‌ সাব্রুম বয়েজ স্কুল, ব্রজেন্দ্রনগর স্কুল, ইস্ট মনুঘাট স্কুল, মনু স্কুল, নম্বর-১ গাওচান্দ স্কুল এবং নম্বর-২ জলেফা স্কুল। গ্রুপের সেরা ৪ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৭ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল ১ মার্চ। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব বিজয় গণ চৌধুরি আসরের ক্রীড়া সূচী ঘোষনা করেন। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ দলই আসরে সাফল্য পেতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানান। ঘোষিত ক্রীড়া সূচী:- ১৯ ফেব্রুয়ারি :‌ ব্রজেন্দ্র নগর স্কুল-‌ ইস্ট মনুঘাট (‌ব্রজেন্দ্রনগর), সাব্রুম স্কুল-‌ মনু স্কুল (‌সাব্রুম স্কুল), ২০ ফেব্রুয়ারি :‌ নং ২ জলেফা-‌ নং ১ গাওচান্দ (‌সাব্রুম স্কুল), ব্রজেন্দ্রনগর -‌ সাব্রুম স্কুল (‌ব্রজেন্দ্রনগর), ২১ ফেব্রুয়ারি:‌ ‌ ইস্ট মনুঘাট স্কুল -‌ মনু স্কুল (ব্রজেন্দ্রনগর‌) ‌নং ২ জলেফা-‌ব্রজেন্দ্রনগর  (‌সাব্রুম স্কুল), ২২ ফেব্রুয়ারি:‌ নং ১ গাওচান্দ-‌ মনু স্কুল (ব্রজেন্দ্রনগর‌), সাব্রুম স্কুল-‌ ‌নং ২ জলেফা (‌সাব্রুম স্কুল)‌, ২৩ ফেব্রুয়ারি:‌ ইস্ট মনুঘাট স্কুল-‌নং ১ গাওচান্দ (‌সাব্রুম স্কুল)‌, মনু স্কুল-‌  ব্রজেন্দ্রনগর (ব্রজেন্দ্রনগর‌), ২৪ ফেব্রুয়ারি:‌ সাব্রুম স্কুল-‌ নং ১ গাওচান্দ (‌সাব্রুম স্কুল)‌, ইস্ট মনুঘাট স্কুল-‌নং ২ জলেফা (ব্রজেন্দ্রনগর‌), ২৫ ফেব্রুয়ারি: ব্রজেন্দ্রনগর-‌ নং ১ গাওচান্দ (ব্রজেন্দ্রনগর‌), সাব্রুম স্কুল -‌  ইস্ট মনুঘাট স্কুল (‌সাব্রুম স্কুল)‌, ২৬ ফেব্রুয়ারি: মনু স্কুল-‌ ‌নং ২ জলেফা (‌সাব্রুম স্কুল)‌, ২৭ ফেব্রুয়ারি: দুটি সেমিফাইনাল ম্যাচ।