ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়। লো স্কোরিং ম্যাচ জয় পেলো কসমোপলিটন ক্লাব। পাশাপাশি সুপার লিগে যাওয়ার দৌড়েও এগিয়ে গেলো কসমোপলিটন ক্লাব। শনিবার আসরের দুই শক্তিশালী দল মুখোমুখি হয়েছিলো। তাতে কসমোপলিটন ক্লাব ২১ রানে পরাজিত করে জোলাইবাড়ি স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। জোসাইবাড়ি স্কুল মাঠে এদিন ধোনী রিয়াং ব্যর্থ হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় জোলাইবাড়ি স্কুলের যাবতীয় প্রতিরোধ। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নীহার রিয়াং ৫ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, কুনাল দেবনাথ ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬, সৌরভ বসু ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং তন্ময় মগ ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। জোলাইবাড়ি স্কুলের পক্ষে দেবাশিষ সাহা (৩/১২), রাজীব দেবনাথ (২/৭), রীতম সরকার (২/১০) এবং অয়ুষ দেবনাথ (২/৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে আরিপ মিঁয়া (৩/২৫), জয় চক্রবর্তী (২/৬) এবং অমন দেবনাথের (২/২০) দুরন্ত বোলিংয়ে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে ধোনী রিয়াং ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ২৭ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।
2023-02-18

