ওভারটেক করতে গিয়ে উত্তর প্রদেশের বান্দায় গাছে ধাক্কা দু’টি গাড়ি; মৃত ৫, প্রাণে বাঁচলেন ৬ জন

বান্দা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): ওভারটেক করার সময় উত্তর প্রদেশের বান্দায় গাছে ধাক্কা মারল দু’টি গাড়ি। একে-অপরের মধ্যে ওভারটেক করার সময় বুধবার রাতে বান্দা জেলার পৈলানি এলাকায় দু’টি গাড়ি গাছে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের ও ৬ জন আহত হয়েছেন। বান্দার পুলিশ সুপ্[সুপার অভিনন্দন জানিয়েছেন, চিত্রকূটে একটি বিয়ের অনুষ্ঠান থেকে এক ১১ জন ফিরছিল, সকলেই মদ্যপ ছিল। আহতদের বান্দা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জেলাশাসক দীপা রঞ্জন জানিয়েছেন, দুর্ঘটনার পর আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। যাঁদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য কানপুরে রেফার করা হয়েছে। জেলা হাসপাতালে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে সিএমএসকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যে কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।