ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে ভোটদানে মহিলাদের উপচে পড়া ভিড়

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি(হি.স.): বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই আগরতলা শহরের রামনগর হাইস্কুলে স্থাপিত মডেল ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্যে করা গেছে। এছাড়াও ত্রিপুরায় অন্যান্য স্থানেও মহিলাদের ভিড় ছিল উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন মোট ৩৩৩৭টি ভোটগ্রহণ কেন্দ্রে রাজনৈতিক দলগুলি নিজেদের পোলিং এজেন্ট দেওয়ার চেষ্টা করেছে৷ সকাল থেকে ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে ইভিএমগুলি সঠিকভাবে কাজ করছিল না তা প্রকৌশলীদের দ্বারা দ্রুত সারাই করা হয়েছে। সকাল থেকেই রামনগর হাইস্কুলে ভোটকেন্দ্রে মহিলাদের লম্বা লাইন দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *