আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : টাউন বরদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, ধর্মনগরে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধনপুরে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক ও তাঁর প্রতিদ্বন্দ্বী তিপরা মথার অমিয় দয়াল নোয়াতিয়া, মাতাবাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লবকুমার দেব, বনমালীপুরে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য, আগরতলায় কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মণ, সাব্ৰুমে সিপিআইএম-এর শীর্ষ নেতা জীতেন্দ্র চৌধুরী সহ সব শীর্ষ নেতা ইতিমধ্যে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগরতলায় ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধানসভায় বিরোধী (সিপিআইএম) দলনেতা মানিক সরকার। প্রসঙ্গত, মানিক সরকার এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
কড়া নিরাপত্তা বেষ্টনীতে মানুষ প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের মেজাজে ভোটদান করছেন। জেলা ভিত্তিক তথ্য দিয়ে সূত্রটি জানিয়েছে পশ্চিম ত্রিপুরায় ৩৪.১০ শতাংশ, ধলাই জেলায় ৩৪.৯২, দক্ষিণ ত্রিপুরায় ৪০.০১, উনকোটি জেলায় ৩৯.৯৫, সিপাহি জেলায় ১১.২১ গোমতি জেলায় ৩২.০৭, খোয়াই জেলায় ৩৬.৮১ এবং উত্তর ত্রিপুরা জেলায় ভোট পড়েছে ৩৫.৪২ শতাংশ।
আজ ১৬ ফেব্রুয়ারি ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের জন্য সকাল ৭-টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটে ২০ জন মহিলা সহ মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা হবে ২ মার্চ।
ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসন্ন নির্বাচনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ জন মহিলা সহ ৫৫টি আসনে বিজেপি এবং শরিক আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়টি আসনে। এছাড়া তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে এবং নিৰ্দলীয় ৫৮ জন প্ৰাৰ্থী বিভিন্ন কেন্দ্ৰে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন।