সেনা ও পুলিশের যৌথ অভিযানে সাফল্য, কুপওয়ারায় এলওসি-র কাছে নিকেশ এক অনুপ্রবেশকারী

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিলল সাফল্য। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে এক অনুপ্রবেশকারীকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, বুধবার মধ্যরাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সৈয়দপোরা ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশকারীদের রুখে দেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে নিকেশ করা হয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। বাকি অনুপ্রবেশকারীরা সম্ভবত পালিয়ে গিয়েছে। রাত থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

কুপওয়ারার এসএসপি যুগল মানহাস জানিয়েছেন, বুধবার রাতে সৈয়দপোরা ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশকারীদের রুখে দেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে নিকেশ করা হয়েছে। দু’টি রাইফেল, গোলাবারুদ, ও নোট উদ্ধার হয়েছে। পিআরও (ডিফেন্স) জানিয়েছে, ভারতীয় ভূখণ্ডে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে ৩ সন্ত্রাসবাদীর গতিবিধি সম্পর্কে টের পান জওয়ানরা। গুলির লড়াই শুরু হলে এক জঙ্গির মৃত্যু হয়, বাকি দু’জন জখম হয়েছে। তল্লাশি চালানোর পর একটি একে সিরিজের রাইফেল, একটি হালকা স্বয়ংক্রিয় অস্ত্র, ছয়টি ম্যাগাজিন, দু’টি গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।