গোয়ালপোখরে বিধ্বংসী আগুনে পুড়ল বসতভিটে

গোয়ালপোখর, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : গোয়ালপোখর থানার দারগা বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ল বসতভিটে। বুধবার গভীর রাতে আগুন লাগে। দুটি পরিবারের বাড়ির সব আসবাব পত্র আনাজপাতি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই অবস্য বহু সামগ্রী পুড়ে যায়।

আগুনে পুড়ে গিয়েছে নুরেশা বিবির বাড়ি। তিনি জানান, খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার সময় ধোঁয়া দেখতে পান। প্রতিবেশীদের ডাকলে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। শেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সম্ভবত রান্নাঘরের উনুন থেকে আগুন লেগে থাকতে পারে। গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সভাপতি মুস্তারি বেগম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারকে সব রকম সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। রাতে থাকার জন্য আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের চাল, ডাল ও ত্রিপলের ব্যবস্থা করা হবে।’