আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স): গণতন্ত্রের উৎসবে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি গোমতী জেলার ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন।
ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে ২০১৮ সাল থেকে বিজেপি ও আইপিএফটি জোট সরকার ত্রিপুরায় উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছে। তিনি আরও বলেন, সমৃদ্ধশীল ত্রিপুরা গড়ার লক্ষে আজ জনগণ ভোটাধিকার প্রয়োগ করছে।
তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনরায় বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে।