জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, দুই দিক থেকে যানবাহনের জন্য উন্মুক্ত

জম্মু, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বুধবার যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়ক দুই দিক থেকে যানবাহনের জন্য উন্মুক্ত। বুধবার সকালে ছোট যানবাহনগুলিকে প্রথমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। পরে ভারী যানবাহন পাঠানো হবে। অবশেষে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো যেতে দেওয়া হবে।

শ্রীনগর-সোনমার্গ-গুমরি হাইওয়ে পিচ্ছিল। এ কারণে এর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তুষারপাতের কারণে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সঙ্গে রাজৌরি এবং পুঞ্চ জেলার সংযোগকারী মুঘল রাস্তা এখনও বন্ধ রয়েছে।