রেওয়া(মধ্যপ্রদেশ), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বুধবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে রেওয়া বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এটি নির্মাণে ২৩৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় হবে। এর পাশাপাশি সিন্ধিয়া এবং চৌহান এখানে আয়োজিত মহিলা সম্মেলনে অংশ নেবেন।
অনুষ্ঠানে ৭৪৭ কোটি ৫১ লাখ টাকার ৩২টি কাজের উদ্বোধন ও ভূমি পুজো করবেন কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ১৪৪ কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৫টি কাজের উদ্বোধন এবং ৬০৩ কোটি ৪২ লাখ টাকা মূল্যের ১৭টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। অনুষ্ঠানটি দুপুর সাড়ে ১২টায় শুরু হবে রেওয়ায় এয়ারস্ট্রিপ চোরহাটায়।
বিধানসভার স্পিকার গিরিশ গৌতম, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিসাহুলাল সিং, মন্ত্রী ও সাংসদ জনার্দন মিশ্র, রাজ্যসভার সদস্য রাজমণি প্যাটেল প্রমুখ মহিলা সম্মেলনে অংশ নেবেন। সিন্ধিয়া দুপুর ১২:৫০ টায় জবলপুর থেকে আকাশপথে চোরহাটা রেওয়া পৌঁছবেন। সিন্ধিয়া পিপ্রার শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া বৃদ্ধাশ্রমের ভূমিপূজন করবেন দুপুর ২:৪২ টায়। বিকাল ৩টা ৪৫ মিনিটে উদ্বোধন করবেন ইটাউরায় নতুন ক্রিকেট স্টেডিয়াম। বিকাল ৪টা ৪৫ মিনিটে গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশে রওনা হবেন সিন্ধিয়া।

