নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছেন কিরণ গিত্যে

আগরতলা,১৫ ফেব্রুয়ারি(হি.স.): রাত পোহালেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বুধবার আগরতলা উমাকান্ত স্কুল চত্বরে সমস্ত নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে।

পরবর্তী সময়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, জিরো ভায়োলেন্স নির্বাচন সংঘটিত করতে সংকল্প বদ্ধ নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মনিটরিং টিম দ্বারা সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে থেকেই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন জানিয়েছেন তিনি।

আরো বলেন ,পোলিং স্থানে দিবাঙ্গন এবং বয়ষ্ক মানুষের জন্য রেলিং এর সুবিধা রয়েছে।কর্মী দের জন্য পাশাপাশি ভোটারদের জন্য পানীয় জলের সুবিধা রয়েছে বলেন তিনি।ভোট গ্রহণ সম্পূর্ন্ন হতে যদি বিলম্ব হয় সে জন্য বিশেষ বিদুতের ব্যবস্থা করা হয়েছে এবং ভোট কেন্দ্রে শিচালয়ের ব্যবস্থা জোড়া হয়েছে বলে জানান তিনি।

সাথে আরো বলেন ,মহিলা পরিচালিত পোলিং স্থান ৯৭টি হবে পাশাপাশি কিছু পোলিং স্থান আসে যে গলি দিবাঙ্গন দ্বারা পরিচালিত হবে। ভোটকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আগরতলা এম বি বি বিমান বন্দরে একটি এয়ার এম্বুলেন্স থাকবে।

তিনি এদিন জনগনের কাছে ভোট কেন্দ্রে ভোট দিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আগামীকাল দিনভর কোনো ধরনের হিংসাত্বক ঘটনা ঘটবে না বলে আশা ব্যক্ত করে বলেন নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক।তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন,আগামীকাল নির্বাচনে জনগনের ১০০ ভাগ ভোট পরবে।