আঙ্কারা ও ইস্তানবুল, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বেড়েই চলেছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা। ভূমিকম্পের কবলে পড়া দুই দেশে মৃতের সংখ্যা ২৪ হাজারের গন্ডি অতিক্রম করেছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে সেই দু’দেশের প্রশাসন। আহতের সংখ্যা প্রচুর। শনিবার সকাল পর্যন্ত শুধুমাত্র তুরস্কেই মৃত্যু হয়েছে ১৯,৩৮৮ জনের, বাকি প্রাণহানি সিরিয়ায়।
অসহায় অবস্থা ভূমিকম্পে লন্ডভন্ড দুই দেশের অসংখ্য মানুষের। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, অবিলম্বে ৮,৭০,০০০ মানুষের জরুরি খাদ্যের প্রয়োজন। ভূমিকম্পের কারণে শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে থাকতে পারেন। গত সোমবারের ভূমিকম্পের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তুরস্ক ও সিরিয়া।