রায়পুর, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। এবার মাওবাদীদের গুলিতে প্রাণ গেল বিজেপি নেতার। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুরের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার রাতে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁর মাথায় গুলি করে দুই মাওবাদী। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই নেতার।
মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিয়েবাড়ি থেকে এক বিজেপি নেতাকে টেনে এনে খুনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। সেখানেও মাওবাদীদের নাম জড়িয়েছে।

