পশ্চিমবঙ্গের ধাঁচেই ত্রিপুরার উন্নয়ন করবে তৃণমূল, স্বপ্ন ফেরি অভিষেকের

আগরতলা, ১০ ফেব্রুয়ারি(হি. স.) : পশ্চিমবঙ্গের ধাঁচেই ত্রিপুরায় উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এভাবেই স্বপ্ন ফেরি করলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আগে পশ্চিমবঙ্গের উন্নয়ন যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপি ২০১৮ সালে সমৃদ্ধ ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখিয়েছিল। অনুন্নয়ন ও অপশাসন ছাড়া ত্রিপুরার মানুষের কপালে কিছুই জুটেনি।

আজ ধলাই জেলায় কমলপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি দক্ষিণ ত্রিপুরা জেলায় কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নিতে যাবেন। কমলপুরে জনসভায় মানুষের উপস্থিতি দেখে তিনি কার্যত হতাশ হয়েছেন। তবে, মানুষের উপস্থিতি না হওয়ার দায় কৌশলে বিজেপির ঘাড়ে চাপিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপি একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় পায়। তাই, সভাস্থল চূড়ান্ত হওয়ার পর অনুমতি বাতিল করেছে প্রশাসন।

এদিন তিনি জোর গলায় দাবি করেন, পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস তা করে দেখাবে। বাংলার মানুষ কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষী ভান্ডার পেয়েছেন। সরকার গঠনের একমাসের মধ্যে ত্রিপুরার মানুষও সেই সমস্ত প্রকল্পের সুযোগ পাবেন।

তাঁর দাবি, বিজেপির শাসনে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। কিন্তু, পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছিল বলেই পেট্রোল-ডিজেলে দাম কমেছে। তাঁর বক্তব্য, বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি ততই কমেছে।

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের আন্দোলনে বাধ্য হয়ে বিজেপি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছে। এবার নির্বাচনে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোট দিলে সরকার বদলাবে। তাঁর আশ্বাস, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে বেঈমানি করবে না। পশ্চিমবঙ্গের ধাঁচেই ত্রিপুরায় উন্নয়ন করবে তৃণমূল। তবে, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের উন্নয়ন যাচাই করে নিন, তারপর তৃণমূলকে ভোট দিন, পরামর্শ অভিষেকের।

এদিন তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রতিশ্রুতি পূরণের তথ্য পরিসংখ্যান নিয়ে আলোচনায় বসুন। পশ্চিমবঙ্গের উন্নয়নের নিরিখে ল্যাজেগোবরে করে মাঠ ছাড়তে বাধ্য করতে না পারলে ত্রিপুরার মানুষকে মুখ দেখব না। তাঁর কটাক্ষ, ২৫ বছরে সিপিএম ত্রিপুরার যা সর্বনাশ করে ছেড়েছে, গত পাঁচ বছরে বিজেপি তার থেকেও বেশি ক্ষতি করেছে। তাঁর পরামর্শ, বিজেপি কর্মীরা এখন মানুষের কাছে যাবেন, প্রলোভন দেখাবেন এবং টাকা দেবেন। তাঁদের কাছ থেকে টাকা নেবেন এবং তৃণমূলে ভোট দেবেন। কারণ, ওই টাকা আপনার, সেই অধিকার ছাড়বেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *