নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনে ২৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বাঙালি দল৷ শুক্রবার ২৯ টি প্রতিশ্রুতির মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ শিবনগর স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তেহারের ঘোষণা দেন আমরা বাঙালি-র রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল৷ রাজ্যের মানুষ কংগ্রেস, সিপিএম এবং বিজেপি-কে দেখেছে৷ এখন একটা জোট তৈরি হয়েছে বিজেপি-কে পরাজিত করতে৷ কিন্তু এরা বিচ্ছিনতাবাদী দাবীকে তারা সমর্থন জানায় কেবল মাত্র ক্ষমতা দখলের জন্য৷ তাই এই অবস্থায় আমরা বাঙালি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল৷
2023-02-10

