বাকুঁড়া, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : বেআইনি ভাবে বালি পাচার কার্য চলছে নম্বরপ্লেট বিহীন ট্রাক্টরের সাহায্যে। জয়পুর পুলিশের হাতে একের পর এক আটক নম্বরপ্লেট বিহীন ট্রাক্টর । শুক্রবার ফের নম্বরপ্লেট হীন একটি ট্রাক্টর আটক করেছে জয়পুর থানা পুলিশ । সেইসঙ্গে তার চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের নজরদারি সত্বেও নদী গর্ভ থেকে বালি তুলে তা পাচার করা হচ্ছে।এবার যোগ হয়েছে অন্য পন্হা।বেআইনি ভাবে পাচার কার্য চলছে নম্বরপ্লেট বিহীন ট্রাক্টরের সাহায্যে।এভাবেই বালি পাচার করার সময় জয়পুর থানার পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক নম্বরপ্লেট হীন ট্রাক্টর। শুক্রবার সকালে ফের একটি নম্বরপ্লেট হীন একটি ট্রাক্টর ও তার চালককে গ্রেফতার করেছে।জয়পুর থানা সূত্রে জানা গেছে গত বুধবার জয়পুর থানার পুলিশ দুটি নম্বরপ্লেট হীন ট্রাক্টর আটক করে। বেআইনী ভাবে বালি পাচার ও নম্বর বিহীন গাড়ি চালানোর দায়ে ঐ দুই ট্রাক্টরের মালিক ও চালকদে্র গ্রেফতার করা হয়।

