করিমগঞ্জ (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যো গে ত্রিদিবসীয় আন্তর্জাতিক নাট্যোৃৎসব শুরু হচ্ছে করিমগঞ্জে। করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত নাট্যোিৎসবে বরাক উপত্যথকার পাশাপাশি পার্শ্ববর্তী ত্রিপুরা এবং প্রতিবেশী বাংলাদেশ ও কলকাতা থেকে বিভিন্ন নাট্যবদল যোগদান করবে। প্রতিদিন লোকসংগীতের অনুষ্ঠান আয়োজিত হবে অস্থায়ী মঞ্চে।
আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ডেকে সংস্থার কর্মকর্তারা বলেন, কুশিয়ারা নাট্যোাৎসব নামে এবারের আন্তর্জাতিক নাট্যোবৎসবের নামাঙ্কণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বিকাল চারটায় বিশিষ্টজনের উপস্থিতিতে উৎসবের সূচনা হবে। উৎসব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবেশী বাংলাদেশের বিশিষ্ট একজন নাট্য্কার এবং লোকশিল্পী আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে যোগদান করবেন। প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে জেলা গ্রন্থাগারের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে লোকগাণের আসর বসবে। সাড়ে পাঁচটা থেকে প্রেক্ষাগৃহে নাটক মঞ্চস্থ হবে।
তাঁরা জানান, নাট্যোহৎসবের প্রথম দিন ১১ ফেব্রুয়ারি করিমগঞ্জের নাট্য,দল সংলাপ এবং শিলচরের নাট্যরদল দশরূপক নাটক মঞ্চস্থ করবে। ১২ ফেব্রুয়ারি শিলচরের ভাবীকাল, ত্রিপুরার নাট্যেদল দর্পণ এবং বাংলাদেশের নাট্যাদল নবশিখা তাদের পালা মঞ্চস্থ করবে। ১৩ ফেব্রুয়ারি মঞ্চস্থ করবে শিলচরের নাট্যদদল আজকের প্রজন্ম, উৎসবের আয়োজক নাট্য দল বিশ্ববীণা এবং কলকাতার সবুজ সাংস্কৃতিক কেন্দ্র।

