ওয়াশিংটন, ১০ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেট’। একই সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও। বৃহস্পতিবার মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়টি জানিয়েছেন।
২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে ঢুকে ভাঙচুর চালিয়েছিল। তারপরই তাঁর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংস্থা। নির্বাচনী প্রচারে মিথ্যা এবং প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট আগেই বন্ধ করা হয়েছিল। বহু বিতর্ক এবং টালবাহানার পরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দিল ‘মেটা’।