তিনসুকিয়া (অসম), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটা মহকুমায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম (স্বাধীন) সংক্ষেপে আলফা-স্বধীনের দুর্ধর্ষ এক ক্যাডার ধরাশায়ী হয়েছে, দাবি পুলিশ সূত্রের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোররাতে মাৰ্ঘেরিটা মহকুমার অন্তর্গত লিডোর টিকক (মুলুং) পাহাড়ে এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। উগ্রপন্থী আলফা-স্বাধীনের একটি দল টিকক পাহাড়ে ডেরা পেতেছে বলে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে জেলা পুলিশের দল নিয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু শেষরাতের দিকে অভিযানকারী যৌথ বাহিনীর ওপর অতর্কিতে গুলি হামলা চালায় সশস্ত্র উগ্রপন্থীরা। জবাবি হামলা চালায় নিরাপত্তা বাহিনীও। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির পর এক সময় শত্রু পক্ষ নীরব হয়ে যায়। পরে কৌশল অবলম্বন করে ধীরে ধীরে নিরাপত্তা বাহিনী জঙ্গলের দিকে এগিয়ে গিয়ে দেখে এক উগ্রপন্থী সদস্য হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধরে ধরাশায়ী হয়ে গেছে।
তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আলফা-স্বাধীনের ক্যাডারকে স্বঘোষিত সার্জেন্ট মেজর উদয় অসম বলে দাবি করেছে পুলিশের সূত্রটি।
সূত্রটি জানিয়েছে, পাহাড়ে অন্য উগ্রপন্থীদের ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান চলছে।

