উনা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের উনা জেলায় দু’টি কুঁড়েঘরে আগুন লেগে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে দু’টি শিশু রয়েছে। মৃতদের বাড়ি বিহারে দারভাঙা জেলায়। বুধবার রাতে উনা জেলার আম্ব মহকুমায় দু’টি কুঁড়েঘরে আগুন লাগে। সেই সময় সবাই ঘুমিয়ে ছিলেন, ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।
বৃহস্পতিবার সকালে স্টেশন হাউস অফিসার আশিস পাঠানিয়া জানিয়েছেন, বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা ভদেশ্বর দাস এবং রমেশ দাসের খড়ের ঝুপড়িতে বুধবার রাতে আগুন লাগে। মৃতদের মধ্যে রয়েছে রমেশ দাসের তিন সন্তান, নীতু (১৪), গোলু কুমার (৭), শিবম কুমার (৬), ও তাঁদের আত্মীয় কালিদাসের ছেলে সোনু কুমার (১৭)। রাতে আগুন লাগার খবর পাওয়ার পর দমকল পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পরে কুঁড়েঘরের ভিতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার হয়।