অমৃতসর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের গতিবিধি থামছেই না। ফের একবার পঞ্জাব সীমান্তে ড্রোন উড়তে দেখলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। ওই ড্রোনটিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালালে, ড্রোনটি আছড়ে পড়ে পাকিস্তানে। পঞ্জাবের অমৃতসর সেক্টরে সীমান্ত চৌকি ‘বাবাপির’-এর কাছে মঙ্গলবার মধ্যরাতে ড্রোনটি উড়তে দেখা যায়, তখনই বিএসএফ জওয়ানরা গুলি চালান।
বুধবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে অমৃতসর জেলার বাবাপির সীমান্ত ফাঁড়িতে পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী একটি ড্রোন দেখতে পান বিএসএফ জওয়ানরা। বিএসএফ জওয়ানরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালান এবং ড্রোনটি পাকিস্তানি ভূখণ্ডে পড়ে।