ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় স্কোর। আর এতেই জয় পেলো শক্তিশালী প্রগতি বিদ্যাভবন। সম্রাট দাসের অলরাউন্ড পারফরম্যান্সে। নয়নমনি দেববর্মার দল প্রগতি ২৮১ রানের বড় ব্যবধানে পরাজিত করে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রগতির গড়া ৩৫৯ রানের জবাবে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সম্রাট প্রথম ব্যাট হাতে শতরান করার পর বল হাতে ৫ উইকেট তুলে নেয়। এছাড়া বিজয়ী দলের উজ্জ্বল দাস শতরান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় প্রগতি। একসময় মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রগতি যখন খাদের কিনারায় তখনও ত্রাতার ভূমিকা পালন করে সম্রাট এবং উজ্জ্বল। পঞ্চম উইকেটে দুইজন ১৮৬ রান যোগ করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয়। উজ্জ্বল ৯৯ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ১০৪ এবং দলনায়ক সম্রাট ৬১ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২ রান করে। শেষ দিকে শুভম চন্দ ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং রতন মালাকার ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫৭ রান। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে আয়ুষ দেবনাথ (৪/৬৬) এবং অম্লান বিশ্বাস (২/৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সম্রাট দাসের(৫/১১) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। বল হাতের পর ব্যাট হাতেও সফল আয়ুষ দেবনাথ। আযুষ ৪৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। প্রগতির পক্ষে সম্রাট ছাড়া সুরজ সোম (২/৮) সফল বোলার।
2023-02-07

