নানা কাৰ্যসূচির মাধ্যমে গুয়াহাটিতে শুরু ত্ৰিদিবসীয় ওয়াই-২০ বৈঠক

গুয়াহাটি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : নানা কাৰ্যসূচির মাধ্যমে গুয়াহাটিতে শুরু হয়েছে ত্ৰিদিবসীয় ওয়াই-২০ বৈঠক। কেন্দ্ৰীয় যুব পরিক্ৰমা ও ক্ৰীড়ামন্ত্ৰী অনুরাগ সিং ঠাকুর ওয়াই-২০ প্ৰতিনিধিদের সঙ্গে সঙ্গে ‘ইয়ুথ ডায়লগ’-এ অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে শ্বেতপত্ৰ প্রকাশ করবেন।

ইতিমধ্যে আজ সকাল থেকে আইআইটি গুয়াহাটি চত্বরে বিশাল আয়োজনে শুরু হয়ে গেছে ত্রিদিবসীয় ওয়াই-২০-র অভ্যর্থনা অনুষ্ঠান। সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন জি-২০-র অন্তর্ভুক্ত দেশগুলোর ১৫০-এর বেশি যুব প্ৰতিনিধি তথা ছাত্রছাত্রী। আগামী ৮ ফেব্ৰুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্ৰহণ করবেন তাঁরা। জানা গেছে, বিশ্বদৰ্শকদের নিজের নিজের মতামত প্ৰকাশ করারও সুযোগ থাকবে সম্মেলনে।

তিন দিনের সম্মেলনে অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা অসমের ছাত্ৰছাত্ৰী এবং শিক্ষাবিদদের গবেষণা পত্ৰ উপস্থাপন করার কথা। এছাড়া, আইআইটি, গুয়াহাটিতে কারিগরি অধিবেশন এবং আলোচনা কার্যক্রমও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে অংশগ্রহণ করবেন বিশিষ্ট বক্তাগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা যথাক্রমে জেনারেল ভিকে সিং, জিপি সিং, হিমা দাস প্রমুখ।

তাছাড়া ব্ৰহ্মপুত্ৰ নদের বালিচরে ওয়াই-২০-র প্ৰতিনিধিদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট গায়ক অঙ্গরাগ মহন্ত পাপন।

এই কাৰ্যসূচিগুলোতে অসমের বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ১২ হাজারের বেশি ছাত্ৰছাত্ৰী ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। অসমের প্ৰত্যেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন ১০টি বিদ্যালয়ে সজাগতা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্ৰছাত্ৰীদের জি-২০ গ্ৰুপিং এবং এর কাজকর্ম সম্পৰ্কে সজাগ করা হবে।

উল্লেখ্য, বিশ্বের যুবক-যুবতীদের সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে তাঁদের চিন্তা প্ৰকাশের এক মঞ্চ প্ৰশস্ত করার লক্ষ্যে কাজ করে ওয়াই-২০। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্ৰুয়ারি পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠেয় ওয়াই-২০-র অভ্যর্থনা বৈঠকে ভারতের অধ্যক্ষতায় জি-২০-র সময়কালে ওয়াই-২০-র কাৰ্যক্ৰমের রূপরেখা তৈরি করা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১২ সালে শুরু হয়েছিল ওয়াই-২০-র কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে জি-২০ সম্মেলনের যুব সংস্করণ। এটা যুবক-যুবতীদের জি-২০-র মাধ্যমে জড়িত হতে একমাত্ৰ আনুষ্ঠানিক স্বীকৃতিপ্ৰাপ্ত মঞ্চ। এছাড়া ওয়াই-২০ যুবনেতাদের জন্য অন্যতম এক প্ৰভাবশালী আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চও।