নতুন ৫ বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতে বিচারকের সংখ্যা বেড়ে ৩২

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন ৫ জন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি পঙ্কজ মিথাল, বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি মনোজ মিশ্র।

নতুন ৫ জন বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নতুন ৫ জন বিচারপতি শপথ নেওয়ার পর, সর্বোচ্চ আদালতে মোট বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২, যা পূর্ণ ক্ষমতার খেতে দুই কম।