মেঘালয় বিধানসভা নির্বাচন : কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা বিজেপি-প্রার্থী এএল হেকের

শিলং, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেঘালয় বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বিজেপি-প্রার্থী আলেক্সজান্ডার লালু হেক (এএল হোক)। আজ তিনি রাজধানী শিলং শহরে অবস্থিত উপজাতি সংরক্ষিত ১৪ নম্বর পাইথরুমখ্রা আসনে বিজেপি-প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আজ কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে খোলা বলেরো পিকআপ ভ্যান সহযোগে বিশাল মিছিল করে তিনি জেলাশাসক তথা জেলা রিটাৰ্নিং অফিসারের হাতে তাঁর মনোনয়নপত্র পেশ করেছেন। এদিকে, খোলা বলেরো গাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং দলীয় প্রার্থী এএল হেক দু হাত তুলে জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান। মুখে মুহুর্মুহু ‘ভারত মাতা-কি জয়’ধ্বনীও দিয়েছেন তাঁরা।

মনোনয়ন পেশ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জীতেন্দ্র সিং এবং প্রার্থী এএল হেক বলেন, মেঘালয়ে কনরাড সাংমা নেতৃত্বাধীন এনপিপি সরকার দুর্নীতিতে ডুবে গেছে। দুর্নীতিগ্রস্ত এনপিপি-কে উৎখাত করতে রাজ্যের মানুষ পণ নিয়েছেন। এবার বিজেপির নেতৃত্বেই সরকার গঠন হবে, দৃঢ়তার সঙ্গে বলেন তাঁরা। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের উন্নত বিকশিত মেঘালয় গড়তে বাধা হয়ে দাঁড়িয়েছে এনপিপি। তাই এই সরকারকে হটাতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন রাজ্যের জনতা।