আগরতলা, ৬ ফেব্রুয়ারি(হি. স.) : রোড শো দিয়ে আজ নির্বাচনী প্রচার শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগরতলা শহরে আশ্রম চৌমুহনী থেকে শুরু করে মঠ চৌমুহনী এসে তাঁর রোড শো সমাপ্ত হয়েছে। ওই পথে প্রচুর লোক সমাগমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় পুণরায় প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ, সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে কংগ্রেস অনেক বড় ভুল করেছে। তাতে, আখেরে বিজেপি লাভবান হবে।
এদিন তাঁর সাথে রোড শো-তে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নে বিজেপি দারুণভাবে কাজ করেছে। বিশেষ করে জনজাতি কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাঁর দাবি, পৃথক রাজ্যের দাবি এখন অযৌক্তিক। কারণ, গত পাঁচ বছরে বিজেপি জোট সরকার জনজাতিদের কল্যাণে বহু পদক্ষেপ নিয়েছে। তাঁর কটাক্ষ, বামেদের ২৫ বছরের শাসনে জনজাতিদের উন্নয়ন হয়নি। তাই, পাঁচ বছর পূর্বে পৃথক রাজ্যের যৌক্তিকতা ছিল।এদিন তিনি বলেন, কংগ্রেস সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে অনেক বড় ভুল করেছে। নির্বাচনে বামেদের সাথে কংগ্রেসও ডুববে। তাতে, বিজেপি উপকৃত হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার পুণরায় প্রতিষ্ঠিত হবেই।