রানীরবাজারে দূর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ রবিবার সকালে রানীরবাজার থানার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ণ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রীর৷ গুরুতর ভাবে আহত হয়েছেন স্বামী৷ মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃত গৃহবধূর নাম শিউলি দেবনাথ এবং আহত তার স্বামীর নাম  সংগ্রাম দেবনাথ৷ তাদের বাড়ি আমতলী থানার হাঁপানিয়া এলাকায়৷ গতকাল তারা একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল৷ রবিবার সকালে সুকটি করে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রবিবার রানীরবাজার থানার অন্তর্গত ঘোড়ামাড়া এলাকায় মামার বাড়ি থেকে স্বামীর সঙ্গে সুকটি করে হাপানিয়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মাটি বোঝাই ট্রিপার গাড়ির ধাক্কায়  ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় শিউলি দেবনাথ নামে ২৫ বছরের এক গৃহবধূর৷ এই ঘটনায়  গুরুতর আহত হন স্বামী সংগ্রাম দেবনাথ৷ জানা যায় মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী স্ত্রী৷ এদিন সকালে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷  ২ বছর আগে শিউলি দেবনাথ নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিয়ে হয় হাঁপানিয়া এলাকার বাসিন্দা সংগ্রাম দেবনাথের সঙ্গে৷  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে যায় রানীবাজার দমকল কর্মীরা৷ আহতদের উদ্ধার করে রানীরবাজার হাসপাতালে নিয়ে গেলে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে আনার পর শিউলি দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার পর পুলিশ ট্রিপার গাড়ি সহ চালককে আটক করে৷ খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে যান৷ শিউলির মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা৷ রানীর বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷