নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার বিখ্যাত কবি ও সমাজ সংস্কারক সন্ত রবিদাসকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি সাধক রবিদাসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি ন্যায়, সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী টুইট করেন, আমরা তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে তাঁর মহান বার্তাগুলি স্মরণ করি। এই উপলক্ষ্যে, আমরা তাঁর দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ একটি ন্যায়সঙ্গত, সৌহার্দ্যপূর্ণ এবং সমৃদ্ধ সমাজের জন্য আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করছি। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা দরিদ্রদের সেবাও করছি।
2023-02-05

