সোনামুড়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে ধনীরামপুর প্লে সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। সোনামুড়া মহকুমায় সেরা ধনীরামপুর প্লে সেন্টার। রবিবার অনুষ্ঠিত ফাইনালে ধনীরামপুর প্লে সেন্টার ২ উইকেটে পরাজিত করে সোনামুড়া কোচিং সেন্টারকে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ৮৩ রান করে। দলের পক্ষে মিনহাজ আহমেদ দুরন্ত ব্যাটিং করে। দলের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে মিনহাজ ৯৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে। এছাড়া প্রান্তিক চক্রবর্তী ৬৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে না পারায় দল বড় স্কোর গড়তে পারেনি। ধনীরামপুর প্লে সেন্টারের পক্ষে আর্জু দেববর্মা (‌৫/‌১৮), বান্টি দেববর্মা (‌৩/‌১৩) এবং আরিয়ন দেববর্মা (‌২/‌৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ধনীরামপুর প্লে সেন্টার২৩.‌১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রহর দেববর্মা ২৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, অগর দেববর্মা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশাল দেববর্মা ৪০ বল খেলে ১২ রান করে। সোনামুড়া কোচিং সেন্টারের পক্ষে প্রান্তিক চক্রবর্তী (‌৩/‌৩০),আরিয়ন পাল (‌২/‌১৪) এবং মিনহাজ আহমেদ (‌২/‌১৬) সফল বোলার। ‌‌‌ ‌‌‌