নিজামবাদ (তেলেঙ্গানা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকাল ৮.১২ মিনিটে তেলেঙ্গানার নিজামবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, ভূমিকম্পটি নিজামবাদ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হয়েছিল। এর গভীরতা ছিল মাটির নিচে পাঁচ কিলোমিটার। ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। এটা স্বস্তির বিষয় যে এখন পর্যন্ত কোনো প্রাণ বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
2023-02-05

