স্ত্রীকে নিয়ে বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ

দেওঘর, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার স্ত্রীকে নিয়ে দেওঘর বৈদ্যনাথ মন্দিরে পৌঁছে পুজো-অর্চনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে তিনি পূর্ণ আচারের সঙ্গে মন্দিরে পূজা করেন।

দেওঘর বিমানবন্দর থেকে সরাসরি বাবা মন্দিরে পৌঁছান অমিত শাহ। এখানে তাঁকে পুরোহিতদের নেতৃত্বে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। তীর্থস্থানের পুরোহিতরা তাদের একটি সংকল্প গ্রহণ করে এবং সম্পূর্ণ আচারের সঙ্গে ভগবান ভোলেনাথের পূজা সম্পন্ন করেন। এখানে পান্ডা ধর্মরক্ষা মহাসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারক উপহার দেয়। মন্দিরে পুজো শেষে হোটেল মাইহার গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হোটেলে বিশ্রাম নিয়ে শিল্পাঞ্চলে ন্যানো সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। দলের বিজয় সংকল্প সমাবেশেও বক্তব্য রাখবেন। এছাড়াও শাহ দেওঘরের রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপনে অংশ নেবেন। এরপর তিনি গার্ডেন হলে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং রবিবার সকাল সাড়ে ১০টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন।