নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদে ইস্তফা দুই সদস্যের

কোহিমা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন দুই সদস্য। তাঁরা ৬০ নম্বর পুংগ্রো-খিপ্রের নির্দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ টি ইয়াংসেও সাংতাম এবং ৪৬ নম্বর মন শহর কেন্দ্রের ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র থংওয়াং কন্যাক।

রাজ্য সচিবালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার তথ্য ও জনসংযোগ দফতর এক বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে। গত সোমবার তাঁরা বিধায়ক পদে ইস্তফাপত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছিলেন। অধ্যক্ষ ১৩-তম বিধানসভায় তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রকে বিধায়কশূন্য বলে ঘোষণা করেছেন।

বুধবার তথ্য ও জনসংযোগ দফতর সূত্রের খবর, রাজ্যের সমস্ত ৬০ আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনে ভোটগ্রহণ হবে। সে অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ৩১ জানুয়ারি ১৪-তম নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *