নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে। বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, অমৃত কালের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে একটি প্রযুক্তি-চালিত ও জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, শক্তিশালী পাবলিক ফাইন্যান্স এবং একটি শক্তিশালী আর্থিক সেক্টর। ‘সবকা সাথ, সবকা প্রয়াস’-এর মাধ্যমে এই ‘জনভাগীদারি’ অর্জন করা অপরিহার্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণ, সরকারি কর্মসূচি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সমন্বয়ে মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে। তিনি বলেছেন, আমাদের ভারত দেশীয় ও বিদেশী পর্যটকদের জন্য অপরিসীম আকর্ষণ প্রদান করে। পর্যটন সেক্টরকে কাজে লাগানোর বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যুবকদের জন্য কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার জন্য এই সেক্টরে বিশাল সুযোগ রয়েছে।

