নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার পর শশী থারুর নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘এই কিছু ভাল দিক থাকলেও গরির এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য এই বাজেটে কোনও দিশা নেই।’বুধবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে বিভিন্ন বিষয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো খাতে বরাদ্দের খতিয়ানও এ দিন জানিয়েছেন নির্মলা। সিগারেট, সোনা, রুপোর দাম যেমন বেড়েছে। তেমন মোবাইল, ক্যামেরার লেন্সের মতো বিভিন্ন জিনিসের দাম কমবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আয়করে ছাড়ের ঘোষণাও করা হয়েছে। নির্মলা সীতারামনের এই বাজেট নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরর নিজের প্রতিক্রিয়ায় বলেন, কিছু ভাল দিক থাকলেও গরির এবং গ্রামীণ খেটে খাওয়া মানুষদের জন্য এই বাজেটে কোনও দিশা নেই বলে মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেছেন, “২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটের কিছু ভাল দিক আছে। কিন্তু মনরেগার কোনও উল্লেখ নেই এই বাজেটে। মৃল্যবৃদ্ধি, কর্মসংস্থান, গ্রামের গরিব শ্রমিকদের নিয়েও কোনও ঘোষণা নেই। কিছু মূলগত প্রশ্নের উত্তর মেলেনি এই বাজেটে।”
2023-02-01